নিজস্ব প্রতিবেদক:
সামাজিক দূরত্ব বোঝায় রেখে নাটোরের সিংড়ায় মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ফুটবল টূর্নামেন্ট ২০১৯-২০ এর আয়োজকরা নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
বুধবার বিকেলে উপজেলার খেজুরতলা এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন, গোল্ডেন পোল্ট্রি এন্ড ফিশ ফিডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আসাদুজ্জামান লিটন।
লালোর আদর্শগ্রামের অন্তত শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু এবং শুকনা খাবার সহ অন্যান্যে সামগ্রী দেওয়া হয়।
এসময় মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ফুটবল টূর্নামেন্ট ২০১৯-২০ এর আয়োজক কমিটির সভাপতি লতিফুর রহমান লতিফ, লালোর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।
গোল্ডেন পোল্ট্রি এন্ড ফিশ ফিডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আসাদুজ্জামান লিটন জানান, করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি। আগামী দিনে লালোর ইউনিয়নের সকল অসহায় এবং নিম্ন আয়ের মানুষদের এই সহায়তা প্রদান করা হবে।