নিজস্ব প্রতিবেদক, সিংড়া
“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ার অংশ নেব” প্রতিপাদ্য বিষয় নিয়ে সিংড়ায় জাতীয় ভোটার দিবসে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
সোমবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি শেষে কৃষি অফিস হলরুমে আলোচনা সভা হয়। সভায় ইউএনও মোছাঃ নাসরিন বানু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, নির্বাচন অফিসার সাইফুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা, যুব উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম প্রমূখ।