ক্রীড়া প্রতিবেদক:
আগামী ৬মার্চ থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ নাটোর জেলা ফুটবললীগের নক আউট পর্বের সকল খেলা ফেসবুকে সরাসরি দেখাবে নাটোরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সজাগ নিউজ ডট কম। এজন্য খেলোয়ার প্রেমীদের নজর রাখতে হবে সজাগ নিউজের ফেসবুক পেইজে। (বাংলায় সজাগ নিউজ লেখে সার্চ করে লাইক দিয়ে রাখুন)
নাটোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহযোগিতায় নক আউট পর্ব ছাড়াও সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা সরাসরি দেখা যাবে সজাগ নিউজের ফেসবুক পেইজে। ৬মার্চ বিকাল ৩টা থেকে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়াম থেকে এই খেলা সরাসরি ফেসবুক লাইভে দেখানো হবে।
মোট মোট ৮টি দল নিয়ে এবারের নক আউট পর্ব শুরু হচ্ছে। এই নক আউট থেকে চারটি দল নিয়ে সেমিনাল ফাইনাল খেলা হবে আগামী ১০ এবং ১১ মার্চ। এছাড়া ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৩মার্চ।
এবিষয়ে সজাগ নিউজের সম্পাদক ও প্রকাশ মাহবুব হোসেন জানান, সজাগ নিউজ সব সময় অণ্যান্যে সংবাদের পাশাপাশি খেলার সংবাদও গুরুত্বের সহিত প্রকাশ করে থাকে। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহযোগিতায় এরআগেও সজাগ নিউজ বিভিন্ন খেলা সরাসরি ফেসবুকে প্রচার করেছে। এতে করে যারা সময়ের অভাবে মাঠে যেতে পারেন না সে সব ক্রীড়ামোদিদের জন্য এই ব্যবস্থা। তাছাড়া খেলা সরাসরি সম্প্রচারের পাশাপাশি সুনাম ধন্য ধারাভাষ্যকার মোস্তাফিজুর রহমান টুলু, জিয়াউল হক লিটন এবং আমানউল্লাহ আমান ধারা বিবরণি দিবেন।