নিজস্ব প্রতিবেদক:
করোনার কারণে কর্মহীন হয়ে পড়া শিল্পীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন, জেলা প্রশাসক মো: শাহরিয়াজ।
জেলা কালচারাল অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম।
জেলায় মোট ৭৮জন শিল্পীকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।